শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সেক্রেটারীর সীতাকুণ্ড ট্রাজেডি পরিদর্শন


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০৬ জুন, ২০২২

শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সেক্রেটারীর সীতাকুণ্ড ট্রাজেডি পরিদর্শন

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারী ও চট্টগ্রাম অঞ্চল সহকারী পরিচালক মোহাম্মদ ইসহাক।

শ্রমিক নেতাদের একটি টীমকে সাথে নিয়ে তিনি আজ সকালেই পৌঁছে যান ঘটনাস্থলে। অগ্নি কান্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে বিস্তারিত খবরাখবর নেন এই কেন্দ্রীয় নেতা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এই বিশাল ট্রাজেডিতে যারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সেক্রেটারীর সীতাকুণ্ড ট্রাজেডি পরিদর্শন

এ ছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবার গুলোতে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করার জন্যে সবার প্রতি বিনীত আহবান জানান। উল্লেখ্য- ধ্বংসাবশেষ পরিদর্শনের পূর্বে তিনি একই টীমকে সাথে নিয়ে চট্টগ্রাম মেডিকেল ঘুরে অগ্নিকান্ডে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের জন্য দোয়া করেন।পরিদর্শক টীমের সাথে ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন, উত্তর জেলা অর্থ সম্পাদক আজিজ আহমদ চৌধুরী, উত্তর জেলা অফিস সেক্রেটারী সাইফুল্লাহ মুসলিম ও ফ্রিল্যান্সার রৌশন রুবেল প্রমূখ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত