সৌদি আরব ছাড়া অন্য দেশ থেকে আগত ওমরা পালন কারীদের নতুন করে পাঁচটি নিয়ম বাধ্য়তামূলক ভাবে মানতে হবে। ওমরা পালনে ইচ্ছুক সকল বিদেশী নাগরিককে ওমরার ছয় ঘন্টা আগে মক্কার ইনাইয়া (কেয়ার সেন্টার) উপস্থিত থাকতে হবে । যেখানে তাদের টিকার অবস্থা নিশ্চিত করা হবে এবং তাদের হাতে পরিয়ে দেয়া হবে যাবতীয় তথ্যযুক্ত ডিজিটাল রিস্টব্যান্ড । সেখান থেকে তাদের আল-শুবাইকা অ্যাসেম্বলী সেন্টারে যাবতীয় তথ্য ও ওমরার অনুমোদন সত্যায়নে জড়ো করা হবে। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রনালয়ের টুইটার একাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। কোভিড ১৯’ সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ওমরার জন্য মক্কায় আগত বিদেশী নাগরিকদের তাদের নির্ধারিত হোটেলেই ৩দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উক্ত বিবৃতিতে জানানো হয়। জানা যায় রমজান আরম্ভ হওয়ার পর হতে প্রতিদিনই ওমরার জন্য অনুমতির সংখ্যা বেড়েই চলছে।
কোভিড ১৯’র কারণে ওমরা বন্ধ থাকার পর গত বছর ৪ অক্টোবর পুনরায় ওমরা চালু হলে ‘ইতরানা’ অ্যাপের মাধ্যমে রমজানের আগ পর্যন্ত এক কোটির বেশী সৌদি ও বিদেশী নাগরিক ওমরা পালন করেছেন।
সূত্র : সৌদি গেজেট