অনলাইনে পণ্য বিক্রির নামে “ফ্যাশন প্রোডাক্টস অ্যাপ্যারেল বিডি”নামের একটি বিজনেস পেইজ, সহজ সরল ও বিশ্বাসী ক্রেতা সাধারণের কাজ থেকে প্রতারণার মাধ্যমে নগত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকা শহরে অবস্থানরত,গাইবান্ধাস্থ সাঘাটা জুমারবাড়ির বসন্তের পাড়ার বাসিন্দা রিফাত আহমেদ অভিযোগ করে বলেন, তিনি ১২ এপ্রিল “ফ্যাশন প্রোডাক্টস অ্যাপ্যারেল বিডি” নামক একটি বিজনেস পেইজ থেকে পছন্দ করে ৪ হাজার ৩শ’ টাকায় দুটি জিনস প্যান্ট অর্ডার করেন।অগ্রীম হিসেবে মোট মূল্যের অর্ধেক টাকা বিকাশে বুঝে নেন উক্ত পেইজের এডমিন। ১৪ এপ্রিল তিনি, এস এ পরিবহণ,গুলশান শাখা থেকে উক্ত পণ্য সংগ্রহ করে দেখেন অর্ডারকৃত প্যান্টের পরিবর্তে ২টি নিম্ন মানের টি-শার্ট প্রদান করা হয়েছে।
তৎক্ষনাৎ উক্ত পেইজের সাথে যোগাযোগ করা হলে পেইজ কতৃপক্ষ তাদের ভুল স্বীকার করে প্রোডাক্ট পরিবর্তন করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাথে সাথে ব্লক করে দেয় রিফাত আহমেদকে।
অনুসন্ধানে জানা যায়, ডেইলি শপিং বিডি নামে এই প্রতারক চক্রের আরও একটি ফেসবুক পেইজ রয়েছে। যেটি দিয়ে তারা অনলাইন ক্রেতা সাধারণের কাজ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে জানতে চাইলে কোন ধরনের সদুত্তর না দিয়ে উল্টো প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন উক্ত পেইজের এডমিন। ভুক্তভোগীর দাবি এ সমস্ত প্রতারকদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাহয।