পূজার জমজমাট কেনাকাটা, প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২১

পূজার জমজমাট কেনাকাটা, প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

 

১১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ।

তাই এ দুর্গোৎসবের আগে মা দুর্গাকে সাজাতে, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

শাখা, শঙ্খ, প্রতিমা কাপড়, ঘণ্টা, ঘট, প্রদীপ, আগরদানি, ঠাকুরের মালা, জবের মালা, মুকুট, ধুতি, কিত্তনের মালা, কদম মালা ও পাঞ্জাবিসহ পূজার নানান জিনিসপত্র কেনাকাটা করছেন তারা।

এদিকে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। মাটি দিয়ে সুনিপূণ নৈপূণ্যে দেবীকে সাজাতে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো।

রাজধানীর শাঁখারী বাজারের দোকানে দোকানে চলছে জমজমাট বেচাকেনা । পূজা উপলক্ষে ঢাকার আশপাশের বিক্রেতারা পূজার বিভিন্ন উপকরণ ও জিনিসপত্র পাইকারি কিনে নিচ্ছেন।

এছাড়া হিন্দুধর্মাবলম্বীরা তাদের পরিবারসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে কেনাকাটা করছেন। তবে এসময় ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি পালনে উদাসীন মনে হয়েছে।

এবার বেশ ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

৬ অক্টোবর শুভ মহালয়া শুরু হওয়ার পর থেকে বেচাকেনা আরও বাড়বে বলে আশা তাদের।

শাঁখারী বাজারের শিমুলিয়া শিল্পালয়ের প্রতিমাশিল্পী পল্টন পাল বলেন, ৪টা অর্ডার পেয়েছি ৯ তারিখের মধ্যে প্রতিমা বুঝিয়ে দিতে হবে। তাই ব্যস্ত সময়পার করছি । প্রতিমা তৈরির জন্য তিনি ৫০ হাজার টাকা নিয়ে থাকেন বলেও জানান।

উল্লেখ্য ১১ অক্টোবর দেবী দূর্গাকে বরণের মাধ্যমে  ষষ্ঠী থেকে আরম্ভ করে ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়েহিন্দু ধর্মাবলম্বীদের এই দুর্গোৎসব শেষ হবে।

 

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত