আল্লাহর কথা :
রামাযান মাস, যে মাসে বিশ্বমানবের জন্য পথ প্রদর্শন এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসে (নিজ আবাসে) উপস্থিত থাকে সে যেন সিয়াম পালন করে এবং যে ব্যক্তি পীড়িত অথবা প্রবাসী, তার জন্য অপর কোন দিন হতে গণনা করবে; তোমাদের পক্ষে যা সহজসাধ্য আল্লাহ তা’ই ইচ্ছা করেন ও তোমাদের পক্ষে যা দুঃসাধ্য তা ইচ্ছা করেননা এবং যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পার এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তজ্জন্য তোমরা আল্লাহকে মহিমান্বিত কর এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। সূরা বাকারা – ১৮৫
রাসূল (স:) এর হাদীস :
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূল (সা.) বলেছেন, যে লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান ও চেতনা সহকারে তার পূর্ববর্তী সকল গুনা ক্ষমা করে দেয়া হবে। ( বোখারী : বাবু সাওমী রামাদানা ইহতিসাবান মিনাল ঈমান, ৩৭ ; মুসলিম বাবুত তারগীব ফি ক্বিয়ামি রামাদান, ১২৬৮ )
মনীষীদের উক্তি :
“আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি”।
-কাজী নজরুল ইসলাম