নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে কক্সবাজার সৈকত হতে ৫ যুবক আটক


hudhudbd.com
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে, ২০২৫

এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

২৭ মে মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকত হতে

 ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা যায়।ভুক্তভোগীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতে স্বামীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন সানজিদা আক্তার (২০) নামের এক নারী পর্যটক। হঠাৎ ৫ জন যুবক এসে  তাদের ঘিরে ধরে এবং নানা অজুহাতে কথা বলা শুরু করে।একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে। এছাড়াও সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের দুইজন পলাতক রয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত