টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা জব্দ


hudhudbd.com
টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে, ২০২৫

কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। ২৮মে  (বুধবার) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন–অর–রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে কোস্টগার্ড ও র‌্যাব মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গল থেকে একটি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি সম্ভাব্য ইয়াবা তৈরির কাঁচামাল (পাউডার) ও এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। জব্দ করা মাদকদ্রব্য নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত