যৌথবাহিনীর অভিযানে টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। ৮মে (বৃহস্পতিবার) টেকনাফের গহীন জঙ্গলে মাদকবিরোধী ও অপহরণ প্রতিরোধে পরিচালিত এ অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও বন বিভাগের ৪৬৭ জন সদস্য এতে অংশ নেন।
অভিযানে ২টি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১১টি গুলি, ১টি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, ৩টি কিরিজ ছাড়াও ২ হাজার ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
অভিযান শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫’র অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান জানান, গত ৩ মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপরহণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টি ঘটনা শুধু এই দুই উপজেলা টেকনাফ ও উখিয়াতে সংঘটিত হয়েছে।