স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
কোভিড ১৯ সংক্রমণ বাড়তে থাকলে আবারও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর তিতুমীর সরকারী কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে গতকাল (১০ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর কোভিড ১৯ সংক্রমণ বেড়ে চলছে। আমরা স্কুলে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের আসতে নিষেধ করেছিলাম কিন্তু তারা এসেছেন। এ পরিস্থিতিতে সংক্রমণ বাড়লে শিক্ষা মন্ত্রনালয় অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে। এ বিষয়ে পরামর্শ থাকবে আমাদেরও। মন্ত্রী ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়ার বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিও এইচ ও) থেকে অনুমতি না আসার কথাও বলেন। এ ছাড়াও তিনি বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে । প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে । আগামী মাসে কোভ্যাক্স থেকে কেনা হবে ১০ কোটি টিকা। এ ছাড়া গণটিকা কার্যক্রমতো চলমান প্রক্রিয়া ।